|

ভালুকায় স্থগিত কৃষক দল কমিটির আদেশ প্রত্যাহার

প্রকাশিতঃ ১০:২১ পূর্বাহ্ণ | এপ্রিল ০২, ২০২৫

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার ৬ নং ভালুকা সদর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। দলীয় পর্যায়ে পর্যালোচনা শেষে স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২০২৪ সালের নভেম্বর মাসে ভালুকা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠিত হয়। তবে গঠনের মাত্র তিনদিন পরই তা স্থগিত করা হয়েছিল। দীর্ঘ কয়েক মাস পর অবশেষে দলীয় পর্যায়ে পর্যালোচনা শেষে স্থগিতাদেশ প্রত্যাহারের ঘোষণা আসে।

স্থগিতাদেশ প্রত্যাহারের পর নতুন করে কমিটির কার্যক্রম গতিশীল করার নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটির আহ্বায়ক মো. কামরুল হাসান এবং সদস্য সচিব মো. সারুয়ার আলমকে আগামী ৯০ দিনের মধ্যে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

ভালুকা উপজেলা কৃষক দলের সদস্য সচিব শেখ মেজবাহউদ্দিন মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভালুকা ইউনিয়ন কৃষক দলের কমিটি পুনরায় কার্যকর করা হয়েছে। আমরা আশা করি, নির্ধারিত সময়ের মধ্যেই ওয়ার্ড কমিটি গঠন সম্পন্ন হবে এবং কৃষক দলের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী হবে।”

এদিকে, কমিটির স্থগিতাদেশ প্রত্যাহারের খবরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তাঁরা দলকে সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Print Friendly, PDF & Email