ভালুকায় শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল
প্রকাশিতঃ ৬:৩৩ অপরাহ্ণ | মার্চ ২৭, ২০২৫

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ শিক্ষক সমিতি ভালুকা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি ভালুকা শাখার সভাপতি মো. নাজমুল হক এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল আলম সোহাগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়া বিগ্রেড কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার আবুল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমীন মাসুদ, গুলজার হোসেন, ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, জেলা শিক্ষক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন, উপজেলা শিক্ষক সমিতির সিনিয়ন সহ সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণ এবং নৈতিক শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।