|

ভালুকায় সরকারি খাল ভরাট করে স্থাপনা নির্মাণ, পাঁচ গ্রামের পানি নিষ্কাশনের পথ বন্ধের শঙ্কা

প্রকাশিতঃ ২:০৫ অপরাহ্ণ | মার্চ ১১, ২০২৫

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ধামশুর গ্রামে শতবর্ষী সিংড়া খালটি মাটি ফেলে ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে সানি ফিড নামে একটি পোলট্রি খামারের বিরুদ্ধে। এতে উজানের পাঁচটি গ্রামের পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, ধামশুর সিংড়া ব্রিজের উত্তরে ড্রাম ট্রাক দিয়ে মাটি ফেলে খাল ভরাট করা হচ্ছে। একসময় যেখানে ধানক্ষেত ও জলাভূমি ছিল, সেখানে এখন ধুলাবালি উড়ছে।

ধামশুর গ্রামের কৃষক আহেদ আলী শেখ (৭৫) বলেন, “আমি ১৫ কাঠা জমিতে বোরো ধান আবাদ করেছি। খাল বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই জমি ডুবে যাওয়ার ভয় আছে।”

একই গ্রামের কৃষক দুলাল মিয়া (৬০) বলেন, “খাল ভরাট হয়ে যাওয়ায় শতাধিক কৃষকের ফসল হুমকির মুখে পড়েছে। বর্ষার সময় এই খাল দিয়ে পানি নামত, এখন সেটি বন্ধ হয়ে গেছে।”

স্থানীয় বাসিন্দা রাকিব সরকার বলেন, “ফ্যাক্টরি কর্তৃপক্ষ আমাদের প্রায় দুই একর জমি দখল করে রেখেছে। বন বিভাগেরও এক একরের বেশি জমি তারা দখল করেছে।”

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা শাখার সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামাল বলেন, “ভালুকায় অনেক খাল-বিল দখল হয়েছে। সিংড়া খালটি এলাকার পানি প্রবাহের একমাত্র পথ, যা দীর্ঘদিন ধরে ভরাট করা হচ্ছে।”

এ বিষয়ে জানতে সানি ফিডের মালিক কাজী শওকত হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আবদুল্লাহ আল মাহমুদ বলেন, “বিষয়টি তদন্ত করে দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় কৃষকরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে খালটি পুনরুদ্ধার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করা যায়।

Print Friendly, PDF & Email