দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা ও বিচারহীনতার প্রতিবাদে ভালুকায় ছাত্রদলের মানববন্ধন
প্রকাশিতঃ ৩:৫৩ অপরাহ্ণ | মার্চ ১০, ২০২৫

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ভালুকা সরকারি কলেজের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। তারা নারীদের প্রতি সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, “নারীদের প্রতি সহিংসতা ও নিপীড়ন উদ্বেগজনক হারে বাড়ছে। অনলাইনে হেনস্তা, ধর্ষণসহ নানা অপরাধের বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। আমরা এর দ্রুত প্রতিকার চাই।”
তারা আরও বলেন, “নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে আইনের যথাযথ প্রয়োগ ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় আমরা আরও বড় কর্মসূচি দিতে বাধ্য হবো।”
তারা আরও বলেন, “নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে আইনের যথাযথ প্রয়োগ ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় আমরা আরও বড় কর্মসূচি দিতে বাধ্য হবো।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক এস এম আলী রাজ, সদস্য সচিব মাহিদ আল হাসান মৃদুল, যুগ্ন আহবায়ক রিটন হাসান, জাহাঙ্গীর আলম, জাহিদ হাসান প্রান্ত, ক্লাস কমিটির সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক সাগর, সাংগঠনিক সম্পাদক রিসাদ, রাহুল সহ কলেজ শাখার নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।