দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা ও বিচারহীনতার প্রতিবাদে ভালুকায় ছাত্রদলের মানববন্ধন
প্রকাশিতঃ ৩:৫০ অপরাহ্ণ | মার্চ ১০, ২০২৫

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে ভালুকায় ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) দুপুরে ভালুকা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে পৌর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ভালুকা পৌর ছাত্রদলের আহ্বায়ক মিয়াদুল হক খান মিয়াদ।
মানববন্ধনে বক্তারা বলেন, “দেশে নারীদের ওপর সহিংসতা ক্রমশ বাড়ছে। ধর্ষণ, নিপীড়ন, অনলাইনে হেনস্তার মতো অপরাধগুলোর সঠিক বিচার না হওয়ায় দুষ্কৃতকারীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা এর দ্রুত প্রতিকার চাই।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভালুকা পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকরামুল হাসান কায়েস, যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন, সুজন ইসলাম সজল, আলিফ তালুকদার, সরকারি কলেজ ছাত্রদলের সম্মানিত সদস্য রিয়ান আহমেদ রাকিব,ভালুকা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা রোহাদ মিয়া, নাদিম খান, পৌর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান শুভ, সাব্বির মোল্লা, রাকিব হাসান, রিয়াজউদ্দিন, মাসুদ রানা, রাব্বি মোল্লা, সোয়ানুর রহমান সোহান, সৈকত, জিম, লিওনসহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগ ও অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান এবং ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।