দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা ও ন্যায়পাল নিয়োগ করা হবে : এডভোকেট এম.এ হান্নান খান
প্রকাশিতঃ ৮:৩২ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২৪, ২০২৫

স্টাফ রিপোর্টার : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট জনসম্মুখে ধারাবাহিক প্রচারণায় ৩১ দফা অনুযায়ী দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগ করা হবে। ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এড. এম এ হান্নান খান এ কথা বলেন। ২৪ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর কাচিঝুলি মোড়, বাজার ও পাশ্ববর্তী এলাকায় লিফলেট বিতরন করেন।
লিফলেট বিতরণকালে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, ফরহাদ হোসেন ভূইয়া, মহানগর ছাত্রদল নেতা বাবু ও সুমন, মনির, ইলহাম, তৌছিফ, শাওন, উজ্জ্বলসহ প্রমূখ।