|

ভালুকায় বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিতঃ ৩:২৮ অপরাহ্ণ | জানুয়ারি ০৭, ২০২৫

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের নির্বাহী সদস্য ও ভালুকা উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন ওই কম্বল বিতরণ করেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের মাঝে পাঁচশত কম্বল ও একটি এতিমখানা মাদ্রাসায় একশত কম্বল বিতরণ করা হয়।

মোস্তাফিজুর রহমান মামুন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভালুকা উপজেলা কম্বল বিতরণ কার্যক্রম হাতে নিয়েছি।  হবির বাড়ি ইউনিয়নের বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু এবং অন্যান্য সম্প্রদায়ের মাঝে পাঁচশ কম্বল ও একটি এতিমখানা মাদ্রাসায় একশত কম্বল বিতরণ করেছি। গোটা উপজেলায় ১০হাজার কম্বল বিতরণ করার উদ্যোগ হাতে নিয়েছি।

Print Friendly, PDF & Email