|

ভালুকায় ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশিতঃ ৫:৩৭ অপরাহ্ণ | ডিসেম্বর ২৪, ২০২৪

ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁও বড়চালা গ্রামে যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে হবিরবাড়ী ইউনিয়নের বড়চালা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথি কবি ও সাংবাদিক সফিউল্লাহ আনসারী, এক্সিলেন্ট সিরামিকসের ফ্যাক্টরি ম্যানেজার অবিনাশ কুন্ডু, ছাত্রদল নেতা শাকিব খান।

এসময় বিএনপি নেতা মোক্তার হোসেন, যুবদল নেতা আমির হামজা, দুলাল সরকার, মাসুম তালুকদার, রিয়াজ উদ্দিন, ফয়সাল আহমেদ, লিটন আহমেদ ও স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ফুটবল টুর্নামেন্ট দেখতে আসা লোকমান খান জানান, আমার জীবনে আমি বিভিন্ন স্থানে খেলা দেখছি আজকে অসাধারণ খেলা দেখেছি।

আয়োজক কমিটির সদস্য শাকিব খান জানান, আমরা আগামীতে আবারও এরকম খেলার আয়োজন করবো। গ্রামীন ঐতিহ্য ধরে রাখতেই আমাদের এই উদ্যোগ।
ফুটবল টুর্নামেন্টে বিবাহিত বনাম অবিবাহিত দল ১-০ গোলে বিজয়ী হয়।

বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে একটি খাসি। খেলায় সেরা খেলোয়াড় ও সেরা গোলকিপারকেও পুরষ্কার দেয়া হয়।

Print Friendly, PDF & Email