|

আমার বিরোদ্ধে প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন, মানহানিকর ও উদ্দেশ্য প্রণোদিত – হাতেম খান

প্রকাশিতঃ ৫:২৭ অপরাহ্ণ | ডিসেম্বর ০১, ২০২৪

নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা পৌর বিএনপি’র আহবায়ক আলহাজ্ব হাতেম খানের বিরুদ্ধে সম্প্রতি দু’টি পত্রিকা ও বেশ কযেকটি অনলাইন প্লাটফর্ম থেকে “ভালুকায় আতঙ্কের নাম গুডু হাতেম” শিরোনামসহ বিভিন্ন আঙ্গিকে প্রকাশিত সংবাদ বা কমান্ডের প্রতিবাদ করেছে তিনি।

আলহাজ্ব হাতেম খান লিখিত প্রতিবাদে, তার বিরুদ্ধে প্রকাশিক প্রতিবেদন ও কমান্ডগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মানহানিকর ও উদ্দেশ্য প্রণোদিত বলে জানান তিনি। তিনি আরও বলেন, আমি ভালুকায় জাতীয়তাবাদী দল (বিএনপির) রাজনীতির পাশাপাশি প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। স্থানীয় বাজারে আমার ব্যবসার যথেষ্ট সুনামও রয়েছে। তাছাড়া বিগত দুইবার বিএনপি থেকে দলের মনোনীত মেয়র প্রর্থী হিসেবে নির্বাচন করেছি। একটি মহল দীর্ঘদিন ধরে আমাকে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক ভাবে ক্ষতিসাধন করার লক্ষে বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে। বিশেষ করে আমার রাজনৈতিক প্রতিপক্ষরা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে আমার বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার করছে। প্রকাশিত সংবাদটিতে সংশ্লিষ্ট প্রতিবেদক সুনির্দিষ্ট কোনো অভিযোগ কিংবা ভুক্তভোগী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মতামত অথবা বক্তব্য এবং সুনির্দিষ্ট কোনো ঘটনা উপস্থাপন করতে পারেনি। বরং প্রতিবেদক তার মনগড়া এবং আমার প্রতিপক্ষের মদদপুষ্ট হয়ে আমার বিরুদ্ধে পত্রিকায় অপপ্রচার চালিয়েছে। যেখানে আমার কোনো বক্তব্য বা মতামত নেই। প্রতিবেদনে উল্লেখ করেছেন, আমার মুঠোফোনে ফোন করে তিনি পাননি, কিন্তু তিনি কোন নম্বরে ফোন করে আমার মতামত বা বক্তব্য জানতে চেয়েছেন সেই মোবাইল নম্বরটি তিনি খবরে উল্লেখ করা হয়নি।

প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের ভাবমূতি বিনষ্ট ও বিশিষ্ট শিল্পপতি জনাব বাদশা মিয়াকে জড়িয়েও টাকা হাতিয়ে নেয়ার কথাসহ বিভিন্ন শিল্প কারখানায় ঝুট ব্যবসা ও হাট বাজারে চাঁদাবাজীসহ আধিপত্য বিস্তার করারও মিথ্যা অপপ্রচার চালিয়েছে। উল্লেখ্য করা হয়েছে শেফার্ড গ্রুপ, এলজি বাটারফ্লাই, স্কয়ার টেক্সকম, সানি ফিড, ইনডেক্স ফিড লিমিটেডে ৫ আগষ্টের পর আমার নিয়ন্ত্রণে ঝুট ব্যবসা রয়েছে। প্রকৃতপক্ষে ওইসব শিল্প কারখানায় আমার কোনো ব্যবসা নেই। ওই সকল প্রতিষ্ঠানে শেফার্ডে লুৎফর রহমান লিংকন ও সিরাজুল ইসলাম (আওয়ামীলীগ নেতা), গ্লোরী টেক্সটাইল (আসাদুজ্জামান সুমন), এলজি বাটারফ্লাইয়ে আমানউল্লাহ খান মাখন (আওয়ামীলীগ নেতা), স্কয়ার টেক্সকমে আব্দুর রউফ (হবিরবাড়ী), সানি ফিডে আব্দুল্লাহ (কাঠালী), ইনডেক্স ফিড লিমিটেডে মাজাহারুল ইসলাম আপন (ভালুকা) ব্যক্তিগণ ব্যবসা করছেন। মোট কথা- ভালুকায় আওয়ামীলীগের আমলে সকল সুবিধা ভোগ করা বিএনপি ২/৩ জন পৌর মেয়র প্রার্থী আমার জনপ্রিয়তায় ইর্ষান্নিত হয়ে আমার সম্মানহানী করতে এবং আগামী পৌর নির্বাচনে আমাকে প্রশ্নবিদ্ধ করতে সু-পরিকল্পিত ভাবে আমাকে পারিবারিক ও সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করতে এবং আমার রাজনৈতিক ক্যারিয়ার প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন নামে বেনামে ভ‚য়া ও ভ‚ইফোর ফেসবুক পেইজ থেকে আমার মানহানি ও সুনাম ক্ষুন্ন করার অপপ্রয়াস চালাচ্ছে। আমি ওইসব মিথ্যে, মনগড়া, মানিহানিকর ও উদ্দেশ্যপ্রনোধিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।


আলহাজ হাতেম, খানআহবায়ক, ভালুকা পৌর বি.এন.পি।

Print Friendly, PDF & Email