|

ভালুকায় কুখ্যাত সন্ত্রাসী নাঈম সরকার যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার

প্রকাশিতঃ ৪:৩১ অপরাহ্ণ | নভেম্বর ২৮, ২০২৪

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় কুখ্যাত সন্ত্রাসী নাঈম সরকারকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার করা হয়েছে। ২৭ নভেম্বর (বুধবার) রাতে ভালুকার দায়িত্বে থাকা সেনাবাহিনীর মেজর মো. নোমান মুনসির নেতৃত্বে ২০ জনের একটি দল উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। নাঈম সরকার একজন কুখ্যাত অপরাধী হিসেবে এলাকায় পরিচিত। বিগত সরকারের ছত্রছায়ার হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুনের সহযোগী হিসেবে ও হবিরবাড়ি যুবলীগ এর প্রচার সম্পাদকের ক্ষমতা ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতেন বলে জানা গেছে।

থানা সূত্রে আরও জানা যায়, বিগত সরকারের সময় নাঈম এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, অস্ত্র প্রদর্শন, ভুমি দখল ও চাদাবাজি সহ আরও অসংখ্য অপরাধে জড়িত ছিল। ৫ আগস্টের পর নাঈম সরকার ও তার দোসররা এলাকায় আত্মগোপনে রয়েছে। তার পিতা জাফর সরকার এলাকায় ভূমিদস্যু ও মাফিয়া হিসেবে পরিচিত। ইতোমধ্যে তার নামে তিনটি মামলা রয়েছে এবং দীর্ঘদিন পলাতক থাকায় পুলিশের ধরা ছোয়ার বাইরে ছিল। আসামী মো. নাঈম সরকার তার ভাগ্নীর বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য ভালুকা চেয়ারম্যান বাড়িতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার মাধ্যমে মো. নাঈম সরকারকে স্কয়ার মাস্টারবাড়ি হতে আটক করা হয়। আটকের পর তার গ্রামের বাড়ি ছোট কাশর গিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে আসামীকে রাতেই ভালুকা থানায় সোপর্দ করা হয়।

সেনাবাহিনীর মেজর মো. নোমান মুনসি জানান, নাঈম সরকারের গ্রেপ্তার আইন শৃঙ্খলা বাহিনীর অটল অঙ্গীকারের প্রমান বহন করে। এটি একটি কঠোর বার্তা দেয় যে, অপরাধী যত প্রভাবশালী এবং শক্তিশালী হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।

Print Friendly, PDF & Email