|

প্রতিশোধ

প্রকাশিতঃ ৩:৩৯ অপরাহ্ণ | জুন ২০, ২০২২

কামরুল এহসান চন্দন

প্রকৃতি প্রতিশোধ নেয় প্রকৃতির নিয়মেই ।
অত্যাচরে অতিষ্ঠ হয়েই ফুসে উঠে কখনো ।
বদলা নেয় অত্যাচারী মানব কুলের ।
বোদী বৃক্ষ সম দেবতা হয়ে যায় অশুর বা দানব
ছায়াতলে আশ্রিত ভূলে যায় অতীত ।
শোধ নেয় প্রতিটি নির্যাতনের পদাঙ্ক ধরে ।
আমিও যে এক বোদীবৃক্ষ হয়েছি দানব
প্রকৃতি তাই শোধ নিবে আপন মহিমায় ।

ভেবেছিলাম অথৈই নদী পার হবো যে কেমন করে
স্রোতধারা এতই প্রবল দুপাড় ভাঙে ছলাৎ ছলাৎ ।
ভাসিয়ে নিয়ে ঘর বাড়ি – সভ্যতা আর ফসল সব ।
তবুও আমি কেমনে জানি সব বাঁধাকে
পেরিয়ে এখন ভাঙা পারের ওপারে আছি ।
একটা সময় অতলান্তে তলিয়ে গিয়েও
ভাসছি আবার নতুন করে বাঁচার আশায় ।

ভেবেছিলাম জলশূন্য চৈত্র মাসে চাতক হয়ে
শুকনো মাঠে ফসল ফলাবো কেমন করে
তবুও আমি কেমনে জানি
সবুজ মাঠে পাতার সনে আনন্দে দুলি ।
এখন আমি ভয় করি না তেমন কিছুই
অথৈই নদী ভরা সাগর বা জলশূন্য চৈত্র দুপুর ।

লেখকঃ সিনিয়র সাংবাদিক, ভালুকা প্রতিনিধি, দৈনিক জনকণ্ঠ

Print Friendly, PDF & Email