মমেকে যৌন হয়রানির প্রতিবাদে শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন
প্রকাশিতঃ ৬:২৮ অপরাহ্ণ | জুলাই ১০, ২০২১

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে বহিরাগত অ্যাম্বুলেন্স স্ট্যান্ড প্রত্যাহার ও নারী চিকিৎসকদের যৌন হয়রানিকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে মেডিকেলের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা।
শনিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাসে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, হাসপাতালের জরুরী বিভাগের সামনে যত্রতত্র বাইরের অ্যাম্বুলেন্স পার্কিং করে রাখা হয়। অ্যাম্বুলেন্স চালকরা প্রায়ই নারী চিকিৎসকদের যৌন হয়রানি করে। অবিলম্বে হাসপাতাল চত্বর থেকে বাইরের অ্যাম্বুলেন্স সরানো এবং যৌন হয়রানিকারীদের গ্রেফতারের দাবী জানান তারা। তা না হলে কঠোর কর্মসূচী দেয়া হবে বলে জানান মেডিকেল শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা।