|

মহাসড়কে পলাশ ফোটা বসন্ত

প্রকাশিতঃ ১:২৩ পূর্বাহ্ণ | মার্চ ০১, ২০২১

মাহ্দী হাসান খান

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক নির্মানের সময় ভাওয়াল গড় এলাকা সহ পুরো মহাসড়কেই অনেক গাছ কাটা পড়েছে। এ প্রকল্পে কত গাছ কাটা পড়েছে তার কোন পরিসংখ্যান কোন মাধ্যম থেকে পাওয়া যায়নি।
একটি গাছ কাটলে দুটি গাছ লাগাতে হয়, এমন একটা কথা প্রচলিত আছে গাছপালা নিয়ে। কয়টা কাটা পড়েছে না জানলে কয়টা লাগাতে হবে, তাও জানা যায় না।

তবুও মহাসড়কে গাছ লাগানো হয়েছে, সৌন্দর্য বর্ধক গাছ। দেশি গাছ। এ উদ্যোগটা ভাল ছিল। সড়ক বিভাজকে নানা ঋতুর নানা প্রজাতির ফুলের গাছ লাগানো হয়েছে। এই ফাল্গুনে চোখে পড়ছে বসন্তের ফুল পলাশ (Butea monosperma)।

বাংলাদেশের প্রথম কুমির খামার অনেকে দেখতে এসেছেন ভালুকায়,মহাসড়ক থেকে যে জায়গাটায় পশ্চিম দিকে চলে যেতে হয় সেই বাসস্ট্যান্ডের নাম ভরাডোবা, ভরাডোবা থেকে ত্রিশাল পর্যন্ত রাস্তায় কয়েকটি জায়গায় এবার ফুটেছে পলাশ।

নজরুলের গানের সেই – “রাঙা পলাশ ফুল! “
আগামি বসন্তে আরও রঙের সমারোহ নিয়ে আরও গাছে গাছে ফুটবে পলাশ।

লেখকঃ কবি

Print Friendly, PDF & Email