ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিতঃ ১২:৪৭ অপরাহ্ণ | জানুয়ারি ০৫, ২০২১

সারোয়ার হোসেন সজীব, স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ মেডিকেল কলেজে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর মোড়াল পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বৃক্ষ রোপণ ও কেক কেটা অনুষ্ঠিত হয়েছে।
দিনটি উপলক্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগ ৪ঠা জানুয়ারি সোমবার সকাল ১০ টা ৩০ মিনিটে মেডিকেল কলেজের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে।
বেলা ১১টায় বঙ্গবন্ধুর মোড়াল পুষ্পস্তবক অর্পণ শেষে গ্যালারি রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি অনুপম সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্তহন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হক টিটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বি এম এর সভাপতি ডা. মতিউর রহমান ভূইয়া। বি এম এর সাধারণ সম্পাদক ডা. এইচ এ গোলন্দাজ তারা, মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. চিত্ত রঞ্জন দেবনাথ, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. আক্তারুন নেছা সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।