|

শিল্পী রুদ্র নীলের ‘যত দেখি তোমায়’ প্রকাশিত

প্রকাশিতঃ ৭:১৩ অপরাহ্ণ | অক্টোবর ২৯, ২০২০

বিনোদন প্রতিবেদক: অসাধারণ ভালবাসার গান নিয়ে হাজির হলেন কণ্ঠশিল্পী রুদ্র নীল। সম্প্রতি ‘এ এস মিউজিক স্টেশন’ এর ব্যানারে ‘যত দেখি তোমায়’ গানে কণ্ঠ দিয়েছেন তিনি ও তার সঙ্গে কন্ঠ দিয়েছেন জান্নাত ঐশ্বর্য্য । গত বুধবার (২৯ অক্টোবর) গানটি ইউটিউবে রিলিজ হয়।

সারা পৃথিবী জুরে করোনা মহামারির পর গানে ফেরা রুদ্র নীল জানান, গানটির কথা শরীফ শাহ্ জামান। অতি যত্নে সূর করেছেন রুদ্র নীল নিজেই। সব মিলিয়ে গানটি শ্রোতাদের মনে যায়গা করে নেওয়ার মতো একটি গান। হৃদয় ছোয়া কিছু অসাধারণ কথা দিয়ে ও মধু ভরা সুরের গানটি করেছি। ‘যত দেখি তোমায়’ সংগীত পরিচালক মশিউর রহমান। রুদ্র নীল বলেন, ‘জীবন কোনো কিছুতেই থেমে থাকে না। আগ্রহ আর ভালবাসা নিয়ে আনন্দের গান গাওয়া একজন শিল্পীর জন্য খুবই আনন্দের ।গানটি ‘এ এস মিউজিক স্টেশন’ “এসকেআর“ প্রডাকশন এর দ্বারা নির্মান করেছেন। গানটি বর্তমান সময়ের তরুন নির্মাতা এসএম আল আমিন কবির পরিচালনা করেছেন। চিত্রগ্রহণে ছিলেন এসএ সজিব ও হৃদয়।

সম্প্রতি এই শিল্পীর গাওয়া ‘মনপাখি’ গান ‘মুনিয়া মুন’ সাথে বহু গান বিভিন্ন কোম্পানিতে আছে। তিনি আশা করেন ‘যত দেখি তোমায়’ গান এর মাধ্যমে ‘এ এস মিউজিক স্টেশন’ কে হাজারো শ্রোতা আরো ভালো গান নিয়ে আসার জন্য উৎসাহ যোগাবে। সবশেষে আমার ভক্তদের এই টুকুই বলবো সবাই বাংলা গান কে ভালবাসবেন বাংলাদেশ কে ভালবাসবেন।

Print Friendly, PDF & Email