ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের নয়া সভাপতি অনুপম, সম্পাদক হাসান
প্রকাশিতঃ ৫:১৭ অপরাহ্ণ | অক্টোবর ১৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অনুপম সাহাকে সভাপতি ও আব্দুল্লাহ আল হাসানকে সাধারণ সম্পাদক করে ৮সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কমিটিতে এ কে শাকিল ও সাকিব আহমেদকে সহ-সভাপতি, আরিফুর রহমান আরিফ ও মুহাইমিনুল ইসলাম আরাফকে যুগ্ম সাধারণ সম্পাদক, মশিউর রহমান মমিন ও সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ওই কমিটি এক বছরের জন্য অনুমোদন দেয় কেন্দ্রিয় নির্বাহী সংসদ।
