|

নিসচা ময়মনসিংহ শাখার আইডি কার্ড বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিতঃ ৮:১৭ অপরাহ্ণ | অক্টোবর ০৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ নিরাপদ সড়ক চাই (নিসচা) ময়মনসিংহ শাখার আয়োজনে শনিবার (৩ অক্টোবর ২০২০) সন্ধ্যায় শহরের দূর্গাবাড়ী রোডস্থ গ্রীনপার্ক রেস্টুরেন্টে নবগঠিত কমিটির পরিচিতি, সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ ও ডিনারের আয়োজন করা হয়।

এসময় সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নিরাপদ সড়ক চাই ময়মনসিংহ শাখার সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্নার সভাপতিত্বে, সহ-সভাপতি স্বাধীন চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রতন।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ একেএম আব্দুর রফিক, কবি ও সংগঠক ইয়াজদানী কোরায়শী কাজল, অ্যাডভোকেট শিব্বির আহম্মেদ লিটন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি একেএম ফখরুল আলম বাপ্পি চৌধুরী। জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর বাসার ভাসানী, নিসচা’র সহ-সভাপতি এডভোকেট আরিফ রায়হান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক জাকির খান, অর্থ সম্পাদক আনোয়ারুল কবীর, ফখরুল হাসান সায়েম, সাংস্কৃতিক সম্পাদক আবুল মনসুর, মহিলা বিষয়ক সম্পাদক বাবলী আকন্দ, আলী আহসান ভূইঞা, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যুব বিষয়ক সম্পাদক তানজিম চৌধুরী, নাফসান চৌধুরী, অসিম কুমার বিশ্বাস, সাইফুল আলম কাজল, এটিএম মনিরুজ্জামান, আব্দুল ওয়াদুদ, আলমগীর হোসেন, শরাফত আলী মন্ডল, বোরহান উদ্দিন, শামীম কবীর রেনু, হোসেন আলী, শাহজাহান প্রমুখ।

Print Friendly, PDF & Email