ভালুকা-ত্রিশাল মৈত্রী কলেজ পরিদর্শনে ইউএনও মোস্তাফিজুর রহমান
প্রকাশিতঃ ৫:৩২ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০২, ২০২০

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ
ময়মনসিংহের ভালুকা ত্রিশাল মৈত্রী ডিগ্রী কলেজ পরিদর্শন করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজের গভর্নিং বডির সভাপতি মোস্তাফিজুর রহমান। বুধবার সকাল ১০ ঘটিকার সময় ডিগ্রী কলেজ পরিদর্শনে আসেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ খায়রুল বাশার, আমিরাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টো, গভর্নিং বডির সদস্য প্রফেসর আফতাব উদ্দিন, জসিম উদ্দিন মাষ্টার, খবির উদ্দিন সহ কলেজের সহকারী অধ্যাপক ও প্রভাষক বৃন্দ।
পরিদর্শনকালে নির্বাহী কর্মকর্তা ও গভর্নিং সভাপতি কলেজের সার্বিক অবস্থার খোঁজ-খবর নেন এবং গভর্নিং বডির সভাপতি হিসেবে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।
শিক্ষার্থীদের সারা বছরের লেখাপড়ার সিলেবাস ও ক্লাস রুটিনসহ সংশ্লিষ্ট বিষয়ে সদয় সার্বিক দিক জানার আগ্রহ প্রকাশ করেন। শিক্ষার্থীরা যেন গুণগত মানের শিক্ষা এবং তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জনে পারদর্শী হয়ে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে পারে সে বিষয়ে পরামর্শ প্রদান করেন।
পরে মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন এবং সকল কে গাছ লাগানোর পরামর্শ দেন।