|

বাবা ছিলেন ৭১ এর যোদ্ধা আর মেয়ে Covid19 এর

প্রকাশিতঃ ২:১৭ পূর্বাহ্ণ | এপ্রিল ২৭, ২০২০

হাবিব জিহাদীঃ

একটা ফোন কলেই পৌঁছে যাচ্ছে ভোর থেকে গভীর রাত পর্যন্ত কর্মহীন মানুষের ঘরে খাবার। রাতের কল লিষ্ট দেখে সকালে বের হন বাজার করতে আর দুপুর থেকে এককিই শুরু করেন খাদ্য প্যাকেজিং এর কাজ। সন্ধায় স্বামী অফিস থেকে বের হয়ে বাসায় আসতেই কাল বিলম্ব না করে বের হয়ে যান না খেয়ে থাকা দিনমজুর, চায়ের দোকানদার,ঝালমুড়ির দোকানি ও কর্মহীন মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে।

শিশু বাচ্চার দুধ, বয়স্ক ব্যক্তির ঔষধ, অসহায়ের ঘরে নিজ হাতে রান্না করে খাবার নিয়ে নিজের হাতে খাওয়ায়ে দেওয়া থেকে শুরু করে নিজের জীবনের মায়া ত্যাগ করে নেমেছেন যুদ্ধে।

আমি বলছি, ভালুকা পৌরসভার ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা বরকত উল্লাহ খান সাহেবের মেয়ে এই সময়ের সাহসী মানবিক মানুষ শারমিন খানম লামিয়ার কথা।

এই মানুষটিকে আমি চিনি ১৮ সালের উপজেলা নির্বাচন থেকে। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন এই মুক্তিযুদ্ধার কন্যা।নির্বাচনে বিজয়ী হতে না পারলেও থেমে থাকেনি তার মানবিক কাজ। মসজিদ, মাদরাসা, স্কুলের উন্নয়ন সহ সকল সামাজিক কাজে সবার আগে যেই নারী মুখটি আমরা দেখতে পারি তিনিই এই লামিয়া।

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও সত্যের পক্ষে সব সময় যাকে সাধারণ মানুষ পাশে পান তিনিই এই লামিয়া।

করোনা ছড়ানোর শুরু থেকেই ডোর টু ডোর খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন ভালুকার এক প্রান্ত থেকে অপর প্রান্তে রাতদিন পরিশ্রম করছেন যেন একজন মানুষও ভালুকায় না খেয়ে থাকেন।

শিশু বাচ্চাদের জন্য দুধের ব্যবস্থা করে শিশুর হাতে দুধ পৌঁছে দিয়ে এখন পর্যন্ত ভালুকায় একজন নারী হয়েও দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন এই মানবিক স্বেচ্ছাসেবী মনা মানুষটি।

আমিও গত ৫/৬ দিন আগে আমার সমাজের তিনটি পরিবারের কথা উনাকে জানিয়ে ছিলাম মেসেঞ্জারে,
আমার সাথে উনার পূর্ব পরিচয় না থাকলেও তিনি হঠাৎ মধ্য রাতে ভালুকা থেকেরউপহার স্বরুপ তিনটি পরিবারের জন্য খাদ্য ও ইফতার সামগ্রী নিয়ে এসে
অনেকটা পথ পায়ে হেঁটে পৌঁছে দেন ওদের হাতে।

এই মানুষটির মত যদি সমাজের প্রতিটা বিত্তবান শ্রেণির মানুষ এগিয়ে আসত তবে….
আমাদের এই সমাজে অন্তত কেউ না খেয়ে বিনা চিকিৎসায় কষ্টে জীবন যাপন করতে হত না।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় এই মানুষটির জন্য।

লেখক,

শিক্ষক /সমাজকর্মী

Print Friendly, PDF & Email