দৃষ্টি আমার বেমানান
প্রকাশিতঃ ১১:৫১ অপরাহ্ণ | এপ্রিল ২৪, ২০২০

আনোয়ার হোসেন তরফদার:
আমি মত্ত হব, আমি মগ্ন হব
আমি হারিয়ে যাব
আবার তুমি আসবে আমার মনের গহিনে।
আমি কি ভাবতে পারি সেই কথা আবার?
তোমার বাঁকা কথায় আমি কি কিছু ভাববো?
তুমি তো ভাবনায় এসে ছিলে?
সেই কথা মনে করে আমি না লিখছি কত অলস কাব্য।
আজো না আমি তোমায় খুঁজি
তুমি কি তাহা কখনো ভাব?
না না তুমি ভাববে কেন?
যা হোক আমি তো তখন তোমাকে নিয়েই লিখছি কত অনুকাব্য।
জানি আসবেনা কোন কালে আর,
আমিও যাচ্ছি চলে ওপার দৃষ্টি সেটা তো সৃষ্টি কর্তার সৃষ্টি অপরাধ
তাহলে কি তবে আমার,
না না কোন অপরাধ নেই আমার
আমি তো চলে যাচ্ছি বুকে নিয়ে শত হাহাকার।
লেখক:
প্রকাশক, ভালুকার খবর