|

আকাশ পানে চাওয়া

প্রকাশিতঃ ৯:৪২ অপরাহ্ণ | ডিসেম্বর ২৭, ২০১৯

আনোয়ার হোসেন তরফদারঃ

আকাশ তুমি কার পানে চাও

সেতু আমি জানি,

নয়ন তুমি কার পানে চাও সেতু আমার নয়নের মণি।

প্রান্ত পথে চলন্ত হতে চাই

সেতু কারও,,,,,,

আমার কোন জায়গা নাই।

চাহনি সেতু চাহনির মত হয়েই রয়

অপকর্মের কারনেই অপকর্ম কারীর মৃত্যু হয়।

যৌবন সেতু আসবেই তাকে গো

অবহেলা করা যাবেনা,

আবার পাপের বিনাশ পথে হাটা যাবেনা।

একাকিত্ব বিষন্নতা সেতু কোন

প্রশান্তি নয়,

হও আগোয়ান হে নব জোয়ান

রাত্রি সেতু শুধু রাতের তারাকেই খুঁজে।

দিন শুধু দিনের আলোতেই ঘিরে রাখে সবকিছু।

Print Friendly, PDF & Email