অবশেষে
প্রকাশিতঃ ১১:২২ অপরাহ্ণ | ডিসেম্বর ১৬, ২০১৯

মোখলেছুর রহমান মনির:
নিজেকে উজার করে
কুসুম বিলায় সৌরভ,
প্রতিদান কিছুই চায় না
এই তো তার গৌরব।
অলিরা ঘুরে রেড়ায়
ফুল থেকে ফুলে,
মধুটুকু তারা কেবল
নিয়ে যায় তুলে।
গুন গুন গান গেয়ে
ফোটা ফুলের ভাঁজে
মুখ লুকিয়ে দুরন্ত অলি
কী জানি কী খোঁজে।
অলির ছুঁয়ায় ফুলের
কখনো বিরক্তি আসেনা।
ফিরে ফিরে আসুক সে
সেইতো ফুলের কামনা।
ফুলের কানে চুপিচুপি
কিছু বলে অবশেষে
খেলা শেষে ক্লান্ত অলিি
উড়ে গিয়ে দিগন্তে মিশে।
লেখক: সাংবাদিক,
ভালুকা প্রতিনিধি, দৈনিক কালের কণ্ঠ।