অনুকথা
প্রকাশিতঃ ১১:১৬ অপরাহ্ণ | ডিসেম্বর ১৬, ২০১৯

অনুকথা আমার অনুভূতিরা তোর কাছেই প্রখর,
তোর কাছেই পরাজিত।
তুই আমার স্পর্শেরও বাইরে এক অলৌকিক অনুভূতি.!
আমি চোখ বন্ধ করেও,
আমার হৃদয়ে তোর সেই পবিত্র স্পর্শ অনুভব করি,….!
তোর এমন আভিজাত্যময় অলৌকিক,
বিভা ছড়ানো পূর্ণতার বলয়ে আবিষ্ট এ এক আসমুদ্র পবিত্র স্পর্শ,
এবং এ স্পর্শের আড়ালেও থাকে যে প্রেম, পুজা, প্রণয় , আরতি এটাও একটা প্রার্থনা..!
এ কথা জেনেছি বা বুঝেছি যখন থেকে,
ঠিক তখন থেকেই আসমুদ্র গভীরতা কে আরো গভীরভাবে ভালোবাসতে শিখেছি,
অনুভব করতে চেয়েছি,
অধীর হয়ে ব্যকুল হয়েছি .!
আসমুদ্র গভীরের গভীরতা আমায় কি কোরে যেনো হাতছানি দিয়ে কাছে টানে আর এভাবেই এ অনুভব,
আমার হৃদয় কে যেনো দোলায়িত করুক
অনাদিকাল…! ( চন্দ্রকবি অনুভূতি)।