|

মানবতার মা শেখ হাসিনা

প্রকাশিতঃ ১২:৫৪ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ২৮, ২০১৯

মো. আনোয়ার হোসেন তরফদার:

তুমি মুক্তিকামী মানুষের নয়ন মনি

তুমি অসহায়ের সহায়

দুখী মানুষের শেষ ভরসা মা জননী।

তুমি করেছ জয় মহা সমুদ্র

তুমি করেছ জয় দারিদ্র।

দেশরত্ন তুমি

তোমার কারণে নারী পেল অধিকার,

তোমার সাহসিকতায় নির্মল হলো জঙ্গিবাদ

তোমার সাহসিকতায় দুর্নীতি বাংলা থেকে নিপাত যাক।

তুমি আছো কোটি বাঙালির হৃদয়ের স্পন্দনে,

তোমার কারনে আজ গণতন্ত্র প্রগতির সংগ্রামকে

বাস্তবায়ন করে করেছ বাংলায় ইতিহাস।

আমি যে দেশ থেকে যে দেশে যাই

শুধু শুনি তোমার বিজয়ের জয়ধ্বনি।

গর্বিত তোমার পিতা শেখ মুজিব

গর্বিত তোমার মাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব।

শুভ জন্মদিন, শুভ জন্মদিন

তুমি বেঁচে থাকো আমাদের মাঝে,

এই মোনাজাত শুধু করি প্রতিদিন।

লেখক: প্রভাষক, ভালুকা-ত্রিশাল মৈত্রি ডিগ্রী কলেজ।

Print Friendly, PDF & Email