নূপুরের শব্দের মতো বাজে একুশে আগষ্ট স্মরণে
প্রকাশিতঃ ১০:২২ পূর্বাহ্ণ | অক্টোবর ১১, ২০১৮

ডাঃ এইচএ গোলন্দাজ তারা: ভাদ্র মাসের কাঠফাটা রোদের তেজ কমে আসলেও শান্তিকামি জনতার তেজ্যোদিপ্ত ধ্বনিতে মুখরিত ঢাকার রাজপথ জয়বাংলা শ্লোগানে শ্লোগানে এগিয়ে চলছে মিছিল পিচঢালা তপ্ত পথের রক্তচক্ষু উপেক্ষা করে । গন্তব্য তাদের একটাই, বঙ্গবন্ধু এভিনিউর শান্তির সমাবেশ যেখানে সন্ত্রাসের বিরুদ্ধে বসেছে শান্তির মেলা,বঙ্গবন্ধু কন্যার কন্ঠে উচ্চারিত হবে একটি সন্ত্রাস মুক্ত স্বদেশ গড়ার কবিতা দিকে দিকে ছড়িয়ে যাবে শান্তির আগমনি বার্তা।
পশ্চিমাকাশে হেলে পড়া লাল সূর্যের আভায় রাঙ্গানো প্রতিটি মানুষের চোখেমুখে শান্তির আকাঙ্খার নিদারুণ হাহাকার হৃদয়ের ব্যাকুল দরজা জানালা উন্মুখ হয়ে চেয়ে আছে আগামীর শান্তিময় সোনালী স্বদেশের স্বপ্নের পথে। এমনি এক তন্দ্রাচ্ছন্ন স্বপ্নময় সময়ে বিকট শব্দে ভেঙে যায় পৃথিবীর নিশ্চিন্ত ঘুম রাজপথে গড়িয়ে পড়ে স্বপ্নের পাহাড়, রক্তাক্ত পিচ ঢালা রাস্তায় গড়াগড়ি খায় অগুনতি মুমূর্ষু মানুষ ছিন্নভিন্ন হয়ে পড়ে থাকে মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গ।
এ যেন আরেক পচাত্তর!
টার্গেট ছুঁতে পারেনি আর্জেজ গ্র্যানেড স্নাইপারের সুতীক্ষ্ম বুলেট।
যেখানে লক্ষ কোটি মানুষের ভালোবাসার প্রাচীর করুণাময়ের অবিরাম অন্তহীন করুণা
সেখানে কি স্পর্শ করতে পারে সামান্য বুলেট ?
তাহলে জাতির পিতার স্বপ্ন কি অর্থহীন দুঃস্বপ্নের মোড়কে ঢাকা থাকবে যুগের পর যুগ !
সেই দুঃস্বপ্নের মোড়ক খুলে আজ উন্নয়ন উন্নত জীবনের কবিতা পড়ার দিন এসেছে,
তাইতো সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে মৌলবাদীর বিরুদ্ধে
অসম্প্রদায়িক ভালোবাসার কবিতা আজ কিশোরীর নূপুরের শব্দের মতো বাজে।
( লেখকের ফেসবুক থেকে সংগৃহীত )
লেখক: সাধারণ সম্পাদক, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ), ময়মনসিংহ।