|

ভৈরবে র‌্যাবের হাতে মাদকসহ জামাই-বউ আটক

প্রকাশিতঃ ৩:৪৩ অপরাহ্ণ | অক্টোবর ০৮, ২০১৮

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ৫০ কেজি গাজাঁসহ দুই স্বামী-স্ত্রীকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

আটককৃত দম্পতি হলেন কালিপুর উওর পাড়ার আঃ মন্নাফ মিয়ার পুত্র আকবর আলী (৪২) ও তার স্ত্রী শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী রুবিনা বেগম ওরফে রুহি (৩৫)। রবিবার সন্ধা ৭ টার দিকে ভৈরব লঞ্চঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে

ভৈরবের লঞ্চঘাটে নৌকাঘাট এলাকায় মাদক বিরোধি অভিযান পরিচালনা করে কুক্ষাত মাদক ব্যবসায়ী রুবিনা বেগম ওরফে রুহি ও তার স্বামী মাদক কারবারি আকবর আলীকে আটক করা হয়।

এসময় তল্লাশি করে তাদের কাছ থেকে ৫০কেজি গাজাঁ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৫ লক্ষাধিক টাকা।

আটককৃত দের বিরুদ্ধে ভৈরব থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়াও রুবিনা বেগমের বিরুদ্ধে ভৈরব থানাসহ বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।

Print Friendly, PDF & Email