|

ময়মনসিংহে বিএনপির সাবেক এমপি গ্রেফতার

প্রকাশিতঃ ১২:৩৬ অপরাহ্ণ | অক্টোবর ০৮, ২০১৮

ময়মনসিংহ প্রতিনিধি: বিস্ফোরক মামলায় ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহীনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৭ অক্টোবর)  দিনগত রাত ২টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার কাকনহাটি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহীন নবম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবির জানান, গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে ঘিরে উপজেলার মাইজবাগ এলাকায় অবস্থান নিয়ে যানবাহন ভাঙচুর ও বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন শাহীন। এ ঘটনায় বিস্ফোরক আইনে শাহীনসহ আরও আট জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪০ থেকে  ৫০ জনের নামে মামলা দায়ের হয়। এ মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি শাহীন অনেক দিন পলাতক ছিলেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এই বিস্ফোরক মামলার এক নম্বর আসামি স্থানীয় উপজেলা বিএনপির সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন বলেও জানান ওসি আহমেদ কবির।

Print Friendly, PDF & Email