|

দুর্গোৎসব উপলক্ষ্যে গৌরীপুর পৌর মেয়রের মতবিনিময় সভা

প্রকাশিতঃ ১১:২৭ পূর্বাহ্ণ | অক্টোবর ০৮, ২০১৮

গৌরীপুর প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব সুষ্ঠভাবে উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুর পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম রোববার (৭ অক্টোবর) পৌরসভার সকল পুজা মন্ডপ কমিটি ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় করেন।

এ মতবিনিময় সভায় বক্তব্য দেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ম. নুরুল ইসলাম, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, এস আলী আহাম্মদ, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, আতাউর রহমান, সাইফুল ইসলাম রিপন, এমরান মুন্সী, দিলুয়ারা আক্তার, জেসমিন আক্তার, ভারপ্রাপ্ত সচিব মদন মোহন দাস, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ননী গোপাল দত্ত, সাংবাদিক কমল সরকার, মশিউর রহমান কাউসার, আলী হায়দার রবিন, শামীম খান, বিএনসিসির প্লাটুন কমান্ডার মুহম্মদ আবুল কাশেম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাকিবুল হাসান, পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আব্দুল আজিজ, মটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান।

এছাড়া পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ কমিটি ও হিন্দু সম্প্রদায়ের মাঝে বক্তব্য দেন অজিত কুমার মদক, হরিদাস, ডাঃ রনজিৎ ঘোষ, দিরীপ কুমার সরকার, জতিন্দ্র চন্দ্র বর্মন, শ্যামল দাস, স্বপন কুমার, বিজয় গোপাল চন্দ্র নাগ, মনোরঞ্জন সাহা, মুকুল চন্দ্র সরকার, ভুলু পাল, লিটন বর্মন, নিতিশ কুমার পন্ডিত, শ্রী কুমার চন্দ্র দাস, শংকর ঘোষ পিলু, মিল্টন সরকার, শ্যামল চন্দ্র সরকার প্রমুখ।

মতবিমিয়কালে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম পৌরসভায় ১৪টি পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্নভাবে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

Print Friendly, PDF & Email