গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু
প্রকাশিতঃ ১০:৫৯ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ৩০, ২০১৮

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম মিয়া (৪০) নামে এক ব্যক্তি মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার চিনাডুরি এলাকায় এ ঘটনা ঘটে। সেলিম ওই এলাকার সিরাজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন সেলিম। পরে তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. সালাউদ্দিন বলেন, রাত ১০টার দিকে সেলিমকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।