কাল রাতে একটি কালো আইন সংসদে পাশ হলো
প্রকাশিতঃ ১০:০০ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ২০, ২০১৮

পীর হাবিবুর রহমান:
কাল রাতে একটি কালো আইন সংসদে পাশ হলো আমাদের মতামত উপেক্ষা করে।ডিজিটাল আইন নামের এ কালো আইন আমাদের গনমাধ্যমের কন্ঠরোধ করে রাখবে।
যারা গুজব ছড়ায় তাদের সাথে দায়িত্বশীল গনমাধ্যমকে আলাদা করা গেলোনা।ফিরিয়ে আনা হলো সেই কলোনিয়াল যুগের ১৯২৩সালের অফিসিয়াল সসিক্রেট অ্যাক্টস।অাজ যারা এ কালো আইনটি করলেন একদিন তারা এর অপব্যবহার দেখে আফসোস করবেন।
এত কিছুর পরেও বৃস্টিস্নাত একটি পবিত্র সুন্দর সকাল আবার এলো।দিনটি সবার অানন্দময় হোক।লাভ মর্নিং।
লেখক : নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন।
(লেখকের ফেসবুক থেকে সংগৃহীত)