ফুলপুর ও তারাকান্দা ২৪ ঘণ্টার মধ্যে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রকাশিতঃ ৩:০০ অপরাহ্ণ | আগস্ট ২৬, ২০১৮

জানা যায়, ফুলপুর উপজেলার বালিয়া-তালদিঘী সড়কে রামকৃষ্ণপুর নামক স্থানে শনিবার রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মায়ের সামনে মোটরসাইকেল আরোহী সস্তান নিহত হয়েছেন। নিহত ব্যাক্তির নাম মাওলানা রেজাউল করিম (২৯)। সে রুপসী ইউনিয়নের আমতৈল গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাওলানা রেজাউল করিম তার মাকে নিয়ে বালিয়া থেকে মোটরসাইকেল যোগে বাড়ীতে যাচ্ছিলেন। তার মোটরসাইকেলটি শনিবার রাত ৮ টায় বালিয়া-তালদিঘী সড়কে রামকৃষ্ণপুর নামক স্থানে পৌছলে বিপরীতদিক থেকে আসা একটি সিএনজি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মায়ের সামনে নিহত হন সুদর্শন মধুর কন্ঠের অধিকারী তরুন এই আলেম মাওলানা রেজাউল করিম। এতে তার মা আহত হন। নিহত রেজাউল করিম বানিহালা মহিলা মাদ্রাসার শিক্ষক ছিলেন। খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ফুলপুর থানার অফিসার ইনচার্জ একেএম মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অপরদিকে তারাকান্দা উপজেলার কাকনী বাজারে ঢাকা-হালুয়াঘাট মহাসড়কে বাসের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রোববার সকাল ১১টার দিকে তারাকান্দা উপজেলার রঙেরকান্দা গ্রামের দিলীপ (৪০) তার এক আত্মীয় ইয়াসিনকে (৫০) নিয়ে মোটরসাইকেল যোগে ফুলপুর যাচ্ছিলেন। কাকনী বাজারে পৌঁছালে বিপরীত দিলে আসা দুটি বাস একটি অপরটিকে ওভারটেক করার সময় তারা মাঝখানে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই ইয়াসিন মারা যায়। দিলীপকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইয়াসিন কুমিলা জেলার লাঙ্গলকোটের বাসিন্দা বলে জানা গেছে।