সিলেটে আরিফের জয় প্রায় নিশ্চিত
প্রকাশিতঃ ১২:২৩ পূর্বাহ্ণ | জুলাই ৩১, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনিত প্রার্থী আরিফুল হক চৌধুরীর জয় প্রায় নিশ্চিত হয়ে পড়েছে।
সর্বশেষ প্রাপ্ত ফলাফলে অনুযায়ী ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রে তিনি ৯০ হাজার ৪৬৯ ভোট পেয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট।
বাকি দুটি কেন্দ্রের ভোটার সংখ্যার হিসেব কষলে আরিফুল হক চৌধুরীর জয় নিশ্চিত বলে আশা করা হচ্ছে।