চীনের বেইজিংয়ে গাড়ির মেলা (ছবি)
প্রকাশিতঃ ৫:৫৭ পূর্বাহ্ণ | জুলাই ২৯, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: চীনের বেইজিংয়ে বসেছে বিশ্বের নামীদামি গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের গাড়ির পসরা। বেইজিং অটো শোতে প্রদর্শিত হচ্ছে হাইব্রিড কাইনেটিক গ্রুপের ‘এইচকে জিটি’ গাড়ি।
বিশ্বখ্যাত গ্রেট ওয়াল কোম্পানি মেলায় এনেছে তাদের নতুন কনসেপ্ট গাড়ি ‘ওয়েই এক্স’। বেইজিং, চীন, ২৫ এপ্রিল। ছবি: রয়টার্স
চীনের অন্যতম প্রধান গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান এফডব্লিউ গ্রুপ এনেছে ‘হোংচি’ ব্র্যান্ডের নতুন কনসেপ্ট কার। বেইজিং, চীন, ২৫ এপ্রিল। ছবি: রয়টার্স

সূত্র: প্রথম আলো