|

আমি তাঁর কিছুই চাইনা 

প্রকাশিতঃ ২:১১ পূর্বাহ্ণ | জুলাই ২৩, ২০১৮

 ডাঃ এইচ এ তারা গোলন্দাজ:

জনপ্রাণীহীন ঘরে একাকীত্বের অবসরে ভাবনারা বিন্দুবিন্দু জমতে থাকে একঘেয়েমির ক্লান্ত ডালে,
সন্ধ্যার নির্জনতা বিরহী পাখিরগান হয়ে হৃদয়ের এপারওপার উড়াউড়ি করে হানা দেয় অলিন্দের জলে।
আমি জড়সড় ভেজা বিড়ালের মতো নিশ্চুপ জানালার কাঁচভেদী দৃষ্টি প্রসারিত করি শ্রাবণের মেঘজমা আকাশের বুকে।

আমি চাইলে কি না করতে পারি?
ব্রহ্মপুত্র নদ,জয়নূল উদ্যান, কাশবন,
ডিঙি নৌকা, মন যা চাইবে তাই ডেকে আনতে পারি মুহূর্তে,
ভিজিয়ে দিতে পারি সকল অনাকাঙ্ক্ষিত সময়ের অগ্নিতাপ নিভিয়ে দিতে পারি বুকের পাহাড়ে জমা অগ্নুৎপাত।
আমি তার কিছুই চাইনা। চাইবোইবা কেন?
যখন তোমার রেশমি রুমাল বেগানা পুরুষে নামাঙ্কিত হবে মৌমৌ গন্ধে বিলাবে আতর অনাকাঙ্ক্ষিত যৌবনে,
হৃদয়ের ঐশ্বর্য পায়ে মাড়িয়ে প্রেমহীন ঐশ্বর্যের গলায় মালা পড়িয়ে চোখেমুখে তৃপ্তির হাসি ফোটাবে !
তাহলে কেনো আমি ডেকে আনবো ফাল্গুনী হাওয়া,চতুর্দশী চাঁদ,হাওড়ের রূপালী জলের মায়াবী খেলা ?

(লেখকের ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক: সাধারণ সম্পাদক, বাংলাদেশ মেডিকেল এ্সোসিয়েশন (বিএমএ), ময়মনসিংহ।

Print Friendly, PDF & Email