|

ফুলপুরের কৃতি সন্তান ডা. প্রবাল দত্ত এমসিপিএস ডিগ্রি অর্জন করেছেন

প্রকাশিতঃ ১:৪৬ পূর্বাহ্ণ | জুলাই ১৯, ২০১৮

মোস্তফা খান, ফুলপুর: ফুলপুরের কৃতি সন্তান ডা. প্রবাল দত্ত অধিকারী বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান এন্ড সার্জন হতে এমসিপিএস (মেডিসিন) পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। প্রবাল দত্ত অধিকারী ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের সাতাশী গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ড হতে ফার্ষ্ট ডিভিশন স্টার মার্কস পান। পরে ২০০৪ সালে কুমিল্লা মেডিকেল কলেজ হতে এমবিবিএস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফ্যাকাল্টির অধীনে তৃতীয়, ২৮তম বিসিএস এ জাতীয় মেধায় পঞ্চম মেধাস্থান অর্জন করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হতে নিউরোলজিতে উচ্চতর ও ঢাকা মেডিক্যাল কলেজ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও কুমিল্লা মেডিক্যাল কলেজে মেডিসিন বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন । বর্তমানে তিনি মেডিসিন বিভাগে রেজিস্ট্রার হিসেবে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত। ফুলপুর হতে এই প্রথম কোনো চিকিৎসক মেডিসিনে এই ডিগ্রি লাভ করেন।

উল্লেখ্য, মেডিসিন বিশেষজ্ঞ ডা. প্রবাল দত্ত প্রতি শুক্র ও মঙ্গলবার ফুলপুরে রোগী দেখেন। তিনি এ প্রতিনিধিকে জানান, আর্তের সেবাই তার প্রধান লক্ষ্য। সে লক্ষ্যকে সামনে রেখে ফুলপুরের অসহায় দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছেন।

Print Friendly, PDF & Email