শেখ হাসিনার মুঠোফোনে তারাকান্দার ইজি বাইক চুরির বার্তা: অতঃপর প্রশাসনের সহযোগীতায় উদ্ধার
প্রকাশিতঃ ৮:১২ অপরাহ্ণ | জুন ২৩, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: ময়মনসিংহে তারকান্দা উপজেলার আব্দুস সামাদ নামে এক চালকের ইজিবাইক হারানো গেলে পরে প্রধানমন্ত্রীর মুঠোফোনে বার্তা পাঠানোর পর পুলিশ প্রশাসনের সহায়তায় ইজিবাইক ফিরে পেয়েছেন তিনি।
পুলিশ জানায়, গত ২৮ মে রাতে তারকান্দা উপজেলার একটি গ্যারেজে চার্জ দেয়ার সময় সামদের ইজিবাইকটি চুরি হয়। তারপর থানায় জিডি করা হয় এবং প্রধানমন্ত্রীর মুঠোফোনে ‘মা তুমি সারা দেশের মা, আমাকে একটু সাহায্য করো’ লিখে একটি ক্ষুদে বার্তা পাঠান তিনি।
সৈয়দ নুরুল ইসলাম (পুলিশ সুপার, ময়মনসিংহ) বলেন, আব্দুস সামাদ অত্যন্ত দরিদ্র মানুষ। তিনি অটোরিকশাটি হারান ২৮ তারিখে। গ্যারেজে চার্জ দেয়ার সময় তার ইজিবাইকটি হারান। এরপর থানায় জিডি করার পাশাপাশি সামাদ প্রধানমন্ত্রীর নাম্বারে এস এম এস পাঠান। সে অনুযায়ী, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ইজিবাইকটি খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চালাই। মাত্র ছয় ঘণ্টার ভেতর আমরা ইজিবাইকটি উদ্ধারে সক্ষম হই।
পরে প্রশাসনকিভাবে পুলিশ সুপারকে ইজিবাইক উদ্বারের নির্দেশ দেয়া হলে পুলিশ প্রশাসন তৎপর হয়। এক পর্যায়ে গ্যারেজ মালিক জুলহাস ফকির নতুন একটি ইজিবাইক কিনে দেয় সামাদকে। পরে সেটি পুলিশের মাধ্যমে তার কাছে হস্তান্তর করা হয়। এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইজিবাইক চালক।
এসময় তিনি বলেন, ‘প্রথমেই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই । উনি আমার মতো সাধারণ মানুষের কথায় সাড়া দিয়েছেন। ঘটনার দিন আমি চা খাচ্ছিলাম। দেখি টিভিতে উনি মানুষের সেবা করছেন। আমি তখন ভাবি আমার সাহায্যও তিনি করবেন। তারপর আমি গুগলে সার্চ দিয়ে প্রধানমন্ত্রীর নাম্বার নেই। এরপর আমি তাকে বার্তা পাঠাই, ‘তুমি সারাদেশের মা, তুমি অসহায়ের মা, তুমি আমাকে একটু সাহায্য করো। আজকে পুলিশ সুপারের সহযোগিতায় আমি আমার ইজিবাইকটি ফিরে পেয়েছি। পুলিশ যে অসহায়ের বন্ধু তার বাস্তব প্রমাণ আপনারা দেখছেন।’ সূত্র: সময় টিভি