|

মেসওয়াক করার গুরুত্ব ও ফযীলত।

প্রকাশিতঃ ৫:১৪ পূর্বাহ্ণ | মে ২৪, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: এ কথা আমাদের সকলের অজানা নয় যে, অধিকাংশ পেটের অসুখ দাঁত ময়লা থাকার কারনে হয়। এ ছাড়া দৃষ্টি শক্তির সাথেও দাঁতের নিবিড় সম্পর্ক রয়েছে। আধুনিক স্বাস্থ্য বিজ্ঞানের মতে ফ্লোরাইড ও অন্যান্য উদ্ভিদ জাতীয় পদার্থ দাঁত ও মাঢ়ী সুরক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বাজারের সব ধরনের টুথপেষ্ট ও টুথ পাউডার প্রস্তুত কারক কোম্পানী টুথপেষ্টে ফ্লোরাইড ও মাউথওয়াশ ব্যবহার করে থাকেন। আমরা এসকল পন্য অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে গর্বের সাথে ব্যবহার করে থাকি। অথচ দাঁতের সুরক্ষার জন্য ফ্লোরাইড সহ অন্যান্য সকল উপাদান মেসওয়াকের মাঝে প্রচুর পরিমানে আছে।

প্রত্যেক হাদিসের কিতাবে মেসওয়াক অধ্যায় নামক একটা স্বতন্ত্র অধ্যায় রয়েছে। রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

“ যে নামাযের জন্য মেসওয়াক করা হয় তা মেসওয়াক বিহীন নামায অপেক্ষা ৭০ গুন বেশি উত্তম।”
(বায়হাকী, মা’আরেফুল হাদীস)।

রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেনঃ

“ আমার উম্মতের জন্য যদি কঠিন হওয়ার আশংকা না থাকতো তবে আমি তাদের উপর প্রত্যেক নামাযের পূর্বে মেসওয়াক করা ওয়াজিব করে দিতাম। ” (বুখারী, মুসলিম)।

হযরত আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেছেনঃ

“ রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম ঘরে প্রবেশের পর সর্বপ্রথম যে কাজটি করতেন, তা ছিল মেসওয়াক করা। তিনি ওযূ ও নামাযের উভয় সময়েই মেসওয়াক করতেন। ”

রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেনঃ

“ যখনই জিবরাঈল আলাইহিস সাল্লাম আমার কাছে আসতেন, তখনই আমাকে মেসওয়াক করার কথা বলতেন। এ বারবার তাগিদের কারণে আমার আশংকা হত যে, আমি আমার মুখের অগ্রভাগ মেসওয়াক করতে করতে ক্ষয় না করে ফেলি”- (মুসনাদে আহমদ)।

তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি যে মেসওয়াক মহা উপকারী ও একটি সুন্নত। আশা করি আপনারা আজকে থেকে সবাই নিয়মিত ভাবে মেসওয়াক করবেন। মহান আল্লাহ্ তা’য়ালা আমাদের পরিরপূর্ণভাবে ইসলামকে জানার এবং আমল করার তওফিক দান করুন। আমীন।

 

Print Friendly, PDF & Email