ভালুকায় রমজানের পবিত্রতা রক্ষা ও দিনের বেলা হোটেল বন্ধের দাবিতে র্যালী
প্রকাশিতঃ ১১:০৭ অপরাহ্ণ | মে ১৬, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: মাহে রমজানকে স্বাগত জানিয়ে পবিত্রতা রক্ষা ও দিনের বেলা হোটেল বন্ধের দাবিতে র্যালী করেছে উলামা মাশায়েকগন।
বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে ইত্তেফাকুল উলামা ভালুকা উপজেলা শাখার উদ্যোগে র্যালীটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র্যালীতে দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ রাখা, অশ্লীলতা রোধ কল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য সংশ্লিষ্ঠদের উপর দৃষ্টি আকর্ষন করা হয়। র্যালির আগে উপজেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখার সভাপতি হাফেজ মাও.মুফতি আতিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাফেজ মামুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মাও.আবুল কালাম আজাদ, জেলা সভাপতি অধ্যাপক মুফতি মহিবুল্লাহ, ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজিম উদ্দিন ধনু, মাও.মুফতি মেহের উদ্দিন বরাঈদী, মাও.ম্যানাজির আহসান খান তাবসির, মাও.চৌধুরী নাসির আহম্মেদ, মাও.মোহাম্মদ আলী প্রমুখ। এ সময় সমাবেশে কয়েক শতাধিক আলেম উলামাগন উপস্থিত ছিলেন।