ঘরোয়া উপায়ে বসন্তের দাগ দূর করার নিয়ম
প্রকাশিতঃ ১:১১ পূর্বাহ্ণ | মে ০৬, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: মুখে বসন্তের দাগ নিয়ে চিন্তিত? অনেক কিছু ব্যবহার করার পরও কোনো ফল পাচ্ছেন না? কিন্তু আপনি জানেন কি? কিছু ঘরোয়া উপায়ে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তাহলে জেনে নিন কিভাবে ঘরোয়া উপায়ে দূর করবেন বসন্তের দাগ।
মধু:
বসন্তের দাগ দূর করতে মধু কার্যকারী উপাদান। মধুতে রয়েছে প্রাকৃতিক ময়েশচারাইজার। ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে যে কোনওরকম দাগছোপ দূর করতে মধুর জুড়ি নেই। তবে এক্ষেত্রে মধুর সঙ্গে রাখতে পারেন ওটস। ওটস আর মধুর পেস্ট বানিয়ে পক্সের দাগের উপর লাগান এবং হাল্কা করে ঘষে নিন। এরপর আধঘণ্টা পর পানি দিয়ে ধুয়ে নিন।
পাতিলেবু:
দাগছোপ দূর করতে লেবুর রসের জুড়ি নেই। এক্ষেত্রে তুলোর মধ্যে অল্প পরিমাণে লেবুর রস নিন। এরপর যেখানে পক্সের দাগ রয়েছে সেখানে লাগিয়ে নিন এবং ১৫ মিনিট রেখেই ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা জেল:
পক্সের দাগ দূর করতে অ্যালোভেরা জেল অনেক উপকারি। এক্ষেত্রে বাসায় তৈরী করুন অ্যালোভেরা জেল। অ্যালোভেরা পাতা কেটে জেল বের করুন। এরপর এটি পক্সের দাগে লাগিয়ে হাল্কা ঘষুন। এরপর না শুকানো পর্যন্ত রেখে দিন। দিনে ২-৩ বার এই জেল লাগান।
ডাবের পানি:
প্রচুর মিনারেল রয়েছে ডাবের পানিতে। সরাসরিই দাগের উপর লাগিয়ে নিন।
বিশুদ্ধ নারকেল তেল:
বিশুদ্ধ নারকেল তেলও পক্সের দাগ সারাতে বেশ কার্যকারী। দিনে ৩-৪ বার দাগের উপর নারকেল তেল লাগান এবং হাল্কা ম্যাসাজ করে নিন।
ব্রাউন সুগার:
পেঁপে, ব্রাউন সুগার এবং দুধের মিশ্রন তৈরি করুন এবং দাগের উপর লাগান। এরপর হালকা শুকালে পানি দিয়ে ধুয়ে ফেলুন।