ত্রিশালে ধষর্ণের লজ্জায় সোহাগীর আত্মহত্যা
প্রকাশিতঃ ১১:১৭ অপরাহ্ণ | মে ০৫, ২০১৮

ত্রিশাল প্রতিনিধি: ত্রিশালে ইমামের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ঘটনা এলাকাবাসী দেখে ফেলায় লোকলজ্জার ভয়ে শিশুটি আত্মহত্যা করে। পরে বিক্ষুদ্ধ এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশে দেয়।
এলাকাবাসী ও ত্রিশাল পুলিশ থানা সূত্রে জানা যায়, উপজেলার ধানিখোলা ইউনিয়নের গয়েশাপাড়া এলাকায় একটি মসজিদে দীর্ঘদিন ধরে ইমামতি ও মক্তব পড়ান মোবারক হোসেন (২৬)। এ সুযোগে মক্তবের শিশু শিক্ষার্থী একই এলাকার নজরুল ইসলামের মেয়ে সোহাগীকে (১১) বেশ কিছুদিন ধরে মসজিদের পাশে একটি রুমে ধর্ষণ করতো মোবারক হোসেন।
শনিবার সকালে ধর্ষণ করার সময় এলাকাবাসী দেখতে পেয়ে মোবারক হোসেনকে আটক করে ত্রিশাল থানায় খবর দিলে ত্রিশাল থানার ওসি (তদন্ত) ফায়েজুর রহমান ও এসআই আব্দুর রব মোবারককে থানায় নিয়ে আসেন। অপর দিকে সোহাগী লোকলজ্জার ভয়ে বাড়ির পাশে একটি গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
মোবারক হোসেন উপজেলার বালিপাড়া ইউনিয়নের বাবুল মিয়ার ছেলে। ঘরে তার স্ত্রী ও সন্তান রয়েছে।
ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান ঘটনার সতত্য নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধর করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অভিযুক্ত ইমাম থানা হেফাজতে রয়েছেন।