|

ভালুকার ব্যাবসায়ী পাওনা টাকা চাইলে পুরুষঙ্গ কেটে দিলো ত্রিশালের দুর্বিত্তরা

প্রকাশিতঃ ১:৫৭ পূর্বাহ্ণ | মে ০৪, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকার এক ব্যাবসায়ী পাওনা টাকা চাইতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে তার পুরুষঙ্গ কেটে ফেলেছে দুর্বিত্তরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের কইতর বাড়ি এলাকায়। আহত ব্যাবসায়ী কাওসার(৫৬)কে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। কাওসার ভালুকা উপজেলার উথুরা গ্রামের মেনজেনা গ্রামের আব্দুল মজিদের ছেলে ।

বিষয়ে কাওসারের সোহদর ভাই ফরিদ উদ্দিন জানান, কাওসার উপজেলার উথুরা ইউনিয়নের মেঞ্জেনা বাজারে সেনিটারীর ব্যবসা করতেন। সেই সুবাদে ত্রিশালের কইতর বাড়ি এলাকার সোহাগ নামে এক ব্যাক্তির কাছে ১ লক্ষ্য টাকা পেতেন। ওই পাওনা টাকা আনতে গেলে সোহাগের সাথে থাকা ৪ থেকে ৫ জন অজ্ঞাত লোক কাওসারকে ধরে তার পুরুষঙ্গ কেটে ফেলে।
তিনি আরও জানান, এ সময় তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা গুরতর আহত অবস্থায় উদ্ধার করে মমেক হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
মমেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পুলিশ কর্মকর্তা হেদায়েত হোসেন এই খবরের সত্যতা  নিশ্চিত করেছেন।
Print Friendly, PDF & Email