আমার ‘চালবাজ’ সফল না হলেও শাকিবের ‘চালবাজ’ সুপারহিট-ওমর সানি
প্রকাশিতঃ ১:২৯ পূর্বাহ্ণ | এপ্রিল ২৮, ২০১৮

একটি মজার কথা বলি। অনেক বছর আগে ‘রংবাজ’ নামে একটি ছবি হয়েছিল। সেটি ছিল বাম্পার হিট। এরপর ‘রঙিন রংবাজ’ করলাম আমি। সেটি হল সুপারহিট। অতঃপর আমাদের সুপারস্টার শাকিব খান করলো ‘রংবাজ’, সেটি মোটামুটি চললো।
আমি শওকত জামিল সাহেবের ‘চালবাজ’ করেছিলাম একসময়। এখন সুপারস্টার শাকিব খানও ‘চালবাজ’ করলো। আমার ‘চালবাজ’ তেমন সফল না হলেও শুনছি শাকিবের ‘চালবাজ’ সুপারহিট। শুভকামনা ‘চালবাজ’ ও বাংলা চলচ্চিত্রকে। চলচ্চিত্রের পাশে থাকবেন সবাই।
(অভিনেতার ফেসবুক থেকে সংগৃহীত)