মেধাবী ও কর্মঠ জনগোষ্ঠি তৈরী করতে শিক্ষকদের আরো দায়িত্বশীল হতে হবে-ড. গাজী হাসান কামাল
প্রকাশিতঃ ৫:০২ অপরাহ্ণ | এপ্রিল ০৪, ২০১৮

স্টাফ রিপোর্টার : শিক্ষা কার্যক্রমকে আরো গতিশীল করতে সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কাজ করছেন। এ লক্ষ্যে ময়মনসিংহ শিক্ষা বোর্ড গঠন এবং গত ২৮ আগষ্ট প্রজ্ঞাপন জারী করা হয়েছে। একই সাথে ২৮ ডিসেম্বর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসাবে নানা বিশ্লেষণ করে আমাকে নিয়োগ দেওয়া হয়। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. গাজী হাসান কামাল ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলা স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি এম এ বাতেনের সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি আরো বলেন, ময়মনসিংহ নতুন শিক্ষা বোর্ড, তাই অনেক কাজ। অনেক ধাপে এ সকল কাজ সম্পন্ন করতে হবে। মানুষের ধ্যান ধারণা পাল্টে দিতে একটি ডিজিটাল শিক্ষা বোর্ড গঠনের ব্রত নিয়ে কাজ চলছে। যাতে কেউ কোন ধরনের হয়রানীর শিকার না হন। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আরো বলেন, বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছে। সরকারের এ উদ্যোগ বাস্তবায়নে মেধাবী ও কর্মঠ জনগোষ্ঠি তৈরী করতে আরো কঠোর দায়িত্বশীল হতে শিক্ষকদের। ১৮৯৩ সালে জমিদার রায় বাহাদুর প্রসন্ন চক্রবর্তী কর্তৃক প্রতিষ্ঠিত ধলা স্কুলের ১২৫ বছর পুর্তির বছরে এ অনুষ্ঠানে স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আরো বলেন, প্রাচীনতম এ প্রতিষ্ঠানে জেএসসি ও এসএসসি পরীক্ষা কেন্দ্র স্থাপনে নীতি নির্ধারনী কোন সমস্যা না হলে পরীক্ষা কেন্দ্র বাস্তবায়নে তিনি চেষ্ঠা করবেন বলে আশ্বাস প্রদান করেন। এ জন্য সরকারী কর্মকর্তা ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটিকে কাজ করতে হবে। অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (ন্যাপ) এর উর্ধতন বিশেষজ্ঞ সুলতান আহমেদ, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, ধলা সরকারী আশ্রয় কেন্দ্রের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুল হক, এটিএন বাংলা নিউজের ময়মনসিংহ প্রতিনিধি শাহ আলম উজ্জ্বল বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, রাজনীতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। এর আগে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ধলা স্কুল এন্ড কলেজে পৌছলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়।