|

প্রান্তিক কৃষকদের ধান কেটে দিলেন কৃষক দল নেতা-কর্মীরা

প্রকাশিতঃ ৭:৫৫ অপরাহ্ণ | ডিসেম্বর ০৪, ২০২৪

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় উপজেলা কৃষক দলের নেতা কর্মীদের নিজস্ব উদ্যোগে বিনা খরচে প্রান্তিক কৃষকদের ধান কেটে দেওয়া হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভান্ডাব গ্রামে এক কৃষকের ধান কেটে দেন নেতারা।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, উপজেলা কৃষক আহ্বায়ক তারিকুল ইসলাম, সদস্য সচিব মাসুদ রানা, সিনিয়র আহবায়ক হুমায়ুন কবির  বুলবুল সহ নেতৃবৃন্দ।

নেতারা বলেন, অসহায় কৃষক যদি খরচের জন্য ধান কাটতে না পারে তাহলে উপজেলা কৃষক দলের নেতৃত্বে ধান কেটে কৃষকের ঘরে তুলে দিবেন।

Print Friendly, PDF & Email