|

ময়মনসিংহে প্লাস্টিকের বোতলের বিনিময়ে গাছ বা কলম উপহার দিচ্ছে `বিডি ক্লিন ‘

প্রকাশিতঃ ১০:৩৪ অপরাহ্ণ | আগস্ট ২৩, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: প্লাস্টিকের বোতলের বিনিময়ে গাছ বা কলম উপহার দিচ্ছে ‘বিডি ক্লিন ময়মনসিংহ’ টিম। আজ ময়মনসিংহ শহরের টাউন হল মাঠের বিভাগীয় বৃক্ষমেলায় গাছ বা কলম উপহার দিচ্ছেন স্বেচ্ছাসেবী ওই সংগঠনটি। আগামী ১৫ দিন সকাল ১১ টা থেকে রাত ৮ টা পযর্ন্ত চলবে ওই মেলার কার্যক্রম।

মেলায় ‘বিডি ক্লিন ময়মনসিংহ’ এর ষ্টল পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র মো. ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক ময়মনসিংহ মো. মিজানুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, পুলিশ সুপার শাহ মো. আবিদ হাসান, ‘বিডি ক্লিন ময়মনসিংহ’ বিভাগীয় সমন্বায়ক এ্যাড. মতিউর রহমান ফয়সাল প্রমুখ।

গতবছর ব্যতিক্রমি এমন উদ্যোগ নিয়েছিল ‘বিডি ক্লিন ময়মনসিংহ’ টিম। তখন প্রথমবারের মত প্লাস্টিক বোতলের বদলে লেখার কলম উপহার দিয়েছিল স্বনামধন্য এ সংগঠনটি।

‘পরিবেশ বাঁচাতে, নিজেকে বাঁচাতে গাছ লাগান’, স্লোগানকে সামনে নিয়ে যেখানে সেখানে প্লাস্টিক বোতল, ময়লা ফেলা বন্ধ করতে অনুপ্রাণিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে জানিয়েছেন ‘বিডি ক্লিন ময়মনসিংহ’ জেলা সমন্বায়ক আবু আল সৈয়দ সিফাত।

Print Friendly, PDF & Email