মির্জাপুরে প্রতারক চক্রের ছয় নারী সদস্য আটক
প্রকাশিতঃ ৪:৫৫ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১০, ২০১৮
মোজাম্মেল হক সজল, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে প্রতারক চক্রের ছয় নারী সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে একটি বাসে এক যাত্রীর গলা থেকে এক ভরি ওজনের চেইন প্রতারণা করে নেয়ার সময় মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ডে হাতেনাতে তাদের ধরে ফেলে জনতা। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন- ময়মনসিংহ জেলার ভোলাগঞ্জের নাজমা, রোকসানা, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর থানার তাসলিমা ও নাসিমা বেগম, ফাতেমা এবং রুনা বেগম।
জানা গেছে, সকালে উপজেলার খৈলসিন্দুর গ্রামের পারভীন তার মা মেঘজানকে নিয়ে আত্মীয় বাড়ি গোড়াই কটন মিল থেকে গাজীপুর পরিবহনের একটি বাস যোগে কুমুদিনী হাসপাতালে চিকিৎসার জন্য আসছিলেন। বাস থেকে নামার সময় প্রতারক চক্রের সদস্যরা মেঘজানের এক ভরি ওজনের গলার চেইন কৌশলে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় তারা চিৎকার করলে স্থানীয় জনতা প্রতারক চক্রের ছয় মহিলা সদস্যকে ধরে ফেলে। পরে পুলিশ খবর পেয়ে তাদের আটক করে থানায় নিযে যায়।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুল হক জানান, আটকদের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।