ভালুকায় বিসমিল্লাহ রেস্তেুাঁরা এন্ড কফি সপের উদ্বোধন
প্রকাশিতঃ ৫:১৬ অপরাহ্ণ | মার্চ ২৬, ২০২২
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে ভালুকা বাস স্ট্যান্ড থেকে দক্ষিনে উপজেলা আওয়ামী যুবলীগ অফিস সংলগ্ন মেগার মাঠে আধুনিক ও মানসম্পন্ন খাবারের নিশ্চয়তা নিয়ে উদ্বোধন হয়েছে বিসমিল্লাহ রেস্তোঁরা এন্ড কফি শপ। গত শুক্রবার সন্ধায় ওই রেস্তোঁরা উদ্বোধন হয়।
উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন রেস্তোঁরা কর্তৃপক্ষ। রেস্তোঁরাটির উদ্যোক্তা হিসেবে রয়েছেন রেদুওয়ান হাসান টিপু, মাহমুদুল হাসান ও মিনারুল সরকার।
রেস্তোঁরার উদ্যোক্তারা জানান, ‘সুস্থ জীবনের জন্য ভালো খাবারকে অগ্রাধিকার দিতে হবে। তাই উৎকৃষ্ট মানের খাবার পরিবেশনের মাধ্যমে গ্রাহকদের শতভাগ আস্থা অর্জন করাই আমাদের মূল লক্ষ্য। সকলের দোয়া ও সহযোগীতায় আমরা মানসম্পন্ন খাবারের নিশ্চয়তা দিতে চাই।’